ফাহিম হত্যায় একজন আটক

১৭ জুলাই, ২০২০ ১৯:২২  
রাইড শেয়ারিং পাঠাও-এর সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সেখানে তার মানসিক স্বাস্থের পরীক্ষা চলছে। তবে আটক ব্যক্তিকে স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়নি নিউইয়র্ক পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের বরাত দিয়ে নিউইয়র্কের ‘আই উইটনেস নিউজ চ্যানেল সেভেন জানিয়েছে,বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জের ধরেই ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস পাওয়া গেছে। খুনি খুবই পেশাদার। এ জন্য পাগলের ভান করছেন। এর ফলে ওই ব্যক্তিকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য আটক ওই ব্যক্তির কাছ থেকে পুরো ঘটনার তথ্য বের করে আনার চেষ্টা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সূত্রমতে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই একজনকে শনাক্ত করে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার লোকটিকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তিনি আবোলতাবোল বকতে থাকেন। ফলে আটক ব্যক্তিকে মনস্তত্ত্ববিদদের মাধ্যমে পরীক্ষা করাতে হাসপাতালে নেয়া হয়।